ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদ্য ঘোষিত মনোনয়নের তালিকায় এবার কোনো শিল্পর নাম নেই। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বিনোদন অঙ্গনের তারকারাও।আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তাদের নামও শোনা গিয়েছিল এতোদিন ধরে। তবে সোমবার (৩ নভেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। এতে কোথায় নেই কোনো তারকা।
এর আগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় অভিনয় অঙ্গনের মানুষের চেয়ে সংগীতাঙ্গনের মানুষের নামই বেশি উচ্চারিত হয়েছে। যাদের নিয়ে বেশ আলোচনা ছিল তাদের মধ্যে অন্যতম কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান,রুমানা মোর্শেদ কনকচাঁপা ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
ছাড়া বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছে সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, চলচ্চিত্র অভিনয়শিল্পী হেলাল খান ও শিবা সানু বিএনপির হয়ে নির্বাচনে লড়তে পারেন। কিন্তু মনোনয়ন তালিকায় কোথাও তাদের কারো নাম পাওয়া যায়নি।
এর আগে ২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন বেবী নাজনীন। এবার এই সংগীতশিল্পীর এলাকা থেকে মনোনয়ন পেয়েছেন মোঃ আব্দুল গফুর সরকার।
২০১৮ সালে সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন কনকচাঁপা কিন্তু এবার সিরাজগঞ্জ–১ আসন থেকে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। মনির খানের ঝিনাইদহ-৩ আসন থেকে মোহাম্মদ মেহেদী হাসান মনোনয়ন পান।
তবে কেউ কেউ মনে করছেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে নির্বাচনী হিসাব-নিকাশ এদিক-সেদিক হতেও পারে। তাই এখনও সিদ্ধান্তনা নেওয়া ৬৩ আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম দেওয়া হয়নি।
আর তাইতো অনেকেই জল্পনা-কল্পনায় আছেন যে এই সিদ্ধান্ত না নেওয়া আসনগুলোতে প্রার্থীতা দেওয়া হবে তারকাদের? প্রশ্নের উত্তর হয়েতে খুব শিগগিরই মিলে যাবে মির্জা ফখরুলের কাছ থেকে। ভক্তকূল আছেন সেই অপেক্ষায়।
প্রসঙ্গত, সাংস্কৃতিক অঙ্গনের মানুষের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি আওয়ামী লীগ আমলেও ছিল। অনেক তারকা রাজনীতিতে সক্রিয় ছিলেন। কেউ কেউ সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রিত্বও পেয়েছেন।ছবি-সংগৃহীত

              
                        
ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
                            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :