বলিউডের বাদশা শাহরুখ খান ৬০-এ পা দিলেন। এই বিশেষ দিনে তার দীর্ঘদিনের সহ-অভিনেত্রী ও ঘনিষ্ঠ বন্ধু জুহি চাওলা স্মরণ করলেন একসঙ্গে কাজের অসংখ্য স্মৃতি, হাসি-ঠাট্টা আর কিংবদন্তি পরিশ্রমের গল্প।
শুরুটা ছিল ১৯৯২ সালের ‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’ দিয়ে। জুহি বলেন, যখন প্রথম সিনেমাটি সাইন করি, সহপ্রযোজক বিবেক বাসওয়ানি আমাকে বলেছিলেন ‘আমার নায়ক আমির খানের মতো দেখতে।’ কিন্তু আমি সেটে গিয়ে দেখি, শাহরুখের চুল ভ্রু পর্যন্ত পুরোই আলাদা লুক। মনে হয়েছিল,এটা তো আমার কল্পনার ‘চকলেট বয়’ নয়। কিন্তু কাজ শুরু হতেই বুঝলাম সে মোটেও নতুন নয়। দিনে তিন শিফট করে যেভাবে কাজ করত, সেটা অভূতপূর্ব।
তিনি স্মরণ করেন ‘ইয়েস বস’ সিনেমার শুটিংএর কথা। জুহি বলেন, অনেক সময় কোনও দৃশ্য ঠিকমতো লেখা না থাকলে পরিচালক আজিজ মির্জা বলতেন, ‘শাহরুখ আসুক, সব সামলে দেবে।’ আমাদের রোমান্স-কমেডির মিশ্র দৃশ্যগুলোই সবচেয়ে ভালো কাজ করত। তাই আমরা একসঙ্গে অনেকগুলো সুন্দর সিনেমা করেছি।
জুহি আরও বলেন, শাহরুখের সবচেয়ে বড় গুণ তার কথা বলার জাদু। তিনি এমনভাবে কথা বলেন যে আপনাকে যেকোনও কিছু করতে রাজি করিয়ে ফেলবেন। ‘ডুপ্লিকেট’ সিনেমাটি করতে আমি দ্বিধায় ছিলাম, কারণ আমার করার মতো তেমন কিছু ছিল না। তখন আমরা অন্য সিনেমাতর শুটিং করছিলাম। শাহরুখ আমাকে সিঁড়িতে বসিয়ে দুই ঘণ্টা ধরে বুঝিয়েছিলেন আমাকে সিনেমাটি করতেই হবে। শেষ পর্যন্ত আমিই রাজি হয়ে গেলাম। তাই বলি—ওর কাছ থেকে সাবধানে থাকতে হয়।
তবে বহু বছরের সম্পর্ক হওয়া সত্ত্বেও জুহি স্বীকার করেন তাদের বন্ধুত্বেও ছিল উত্থান পতন। এ প্রসঙ্গ এওভিনেত্রী বলেন, অনস্ক্রিন কেমেস্ট্রি যতই দারুণ হোক, অফস্ক্রিনেও আমাদের সম্পর্ক সময়–সময় বদলেছে। কিন্তু ঈশ্বর আমাদের সংযোগটাকে সবসময় ধরে রেখেছেনহোক সেটা সিনেমা বা আইপিএল দল নিয়ে কাজ। আমাদের বন্ধনটা পরিকল্পিত নয়,এটা ভাগ্যেরই করেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
 

              
                        
ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
                            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :