দীপিকা বয়সের ছাপ মুছতে ‘হাইফু’ থেরাপি
বার্ধক্যের ছাপ মুছতে কাটাছেঁড়া নয়, বরং নিরাপদ হাইফু থেরাপি বেছে নিচ্ছেন অনেক তারকাই। বোটক্সের চেয়েও বেশি কার্যকর হাইফু।ত্বকের বলিরেখা দূর করে তারুণ্য ধরে রাখতে সম্প্রতি একটি বিশেষ রকম ত্বকের থেরাপি করিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।‘সিংহম আগেন’-এর শ্যুটিংয়ের সময়েই ত্বকের ওই থেরাপি করান দীপিকা। একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ত্বকের কোনও রকম সার্জারিতে বিশ্বাসী নন। তাতে মুখের আদল বদলে যায়। তার চেয়ে