প্রতিটি মুহূর্তই যেন নতুন এক চ্যালেঞ্জ
ঘন কুয়াশায় মোড়া লন্ডন শহরের এক কোণে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী ব্যক্তি। এক হাতে কফির কাপ। চোখে কাজের ক্লান্তি, ঠোঁটে আঁকা এক মৃদু, রহস্যময় হাসি। তিনিই আশীষ; যার প্রেমের গল্প একবার বলিউডের দর্শকদের হাসি-কান্না-উত্তেজনায় মাতিয়ে দিয়েছিল। ২০১৯ সালে লভ রঞ্জনের ‘দে দে প্যায়ার দে’ যখন মুক্তি পায়, তখন তা শুধু একটি হিট কমেডি-রোমান্স ছবিই ছিল না; এটি ছিল একটি