ভুমিকম্প উৎপত্তিস্থলে তীব্রতায় ফেটে গেছে মাটি-সড়ক,নদীতে উঠেছিল বড় ডেউ
দেশে ভুমিকম্প উৎপত্তিস্থলে তীব্রতায় ফেটে গেছে মাটি-সড়ক,নদীতে উঠেছিল বড় ডেউ। এ এক ভয়ংকর সময়। এমন ঝাঁকুনি আর দেখিনি। ঘরের দেয়াল কয়েক স্থানে ফেটে গেছে। বাইরে বের হতে গিয়ে স্বামী গুরুতর আহত হয়েছে। এখনও মনে হলে শরীর কাঁপে।’ এসব কথা বলেন নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেট এলাকার গৃহবধূ সামসুন নাহার মলি। গত ২১ নভেম্বর শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল এই