হলিউডের সুপারস্টার টম ক্রুজ এবং কিউবান, আমেরিকান ও স্প্যানিশ অভিনেত্রী আনা ডি আরমাসের মধ্যকার বিচ্ছেদ হয়েছে। নয় মাসেরও কম সময় একসঙ্গে থাকার পর বিচ্ছেদ হলো এই তারকা জুটির।
সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রæয়ারিতে ‘দ্য মিশন ইম্পসিবল’ খ্যাত তারকার সঙ্গে সম্পর্কে জড়ান ৩৭ বছর বয়সী কিউবান বংশোদ্ভূত অভিনেত্রী। পরবর্তীতে তারা প্রেমের কথা প্রকাশ করেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টিকেনি। সম্প্রতি তারা সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারা বন্ধু হিসেবে ভালো আছেন বলে জানিয়েছেন।
এ তারকা জুটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, টম ক্রুজ ও আনা ডি আরমাস একসঙ্গে ভালো সময় কাটিয়েছেন। কিন্তু দম্পতি হিসেবে তাদের সময় শেষ হয়েছে। এখন আর তারা ডেটিং করছে না এবং ভালো বন্ধু হিসেবে থাকবেন। তারা এটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন যে, তাদের মধ্যকার সম্পর্ক বেশিদূর এগিয়ে নেয়া সম্ভব নয়।
সূত্রটি আরও জানিয়েছে, তাদের মধ্যে প্রেমের ঝলকানি আর নেই। তবে তারা এখনো একে অপরকে ভালোবাসে এবং দু’জনই এ ব্যাপারে প্রাপ্তবয়স্ক। আর অভিনেতার পরবর্তী সিনেমায় তার সহ-অভিনেত্রী হিসেবে বান্ধবী আনা ডি আরমাসকে কাস্ট করা হয়েছে। এ জন্য তারা একসঙ্গে কাজও চালিয়ে যাবেন।
চলতি বছরের শুরুতে এই জুটিকে কয়েকবার ডেট করতে দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে অবসরে একে অপরের হাত ধরে সময় কাটান। আর এপ্রিলে যখন প্রেমের গুঞ্জন জোরালো হয়, তখন অভিনেতা তার ব্যক্তিগত জেটে করে অভিনেত্রী আনা ডি আরমাসকে মাদ্রিদ নিয়ে যান।
অভিনেত্রীর ৩৭তম জন্মদিনে তারা লন্ডনে একসঙ্গে হেলিকপ্টারে উড়ে বেড়ান, সেলফি তুলেন এং শহরের একটি মজার রাত হিসেবে বর্ণনা করেন। আবার মে মাসে ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতে অভিনেতার সঙ্গে ডেট করেন কিউবান তারকা।
প্রসঙ্গত,এর আগে তিনবার বিয়ে করেছেন ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজ। ১৯৮৭ সালে অভিনেত্রী মিমি রজার্সকে প্রথম বিয়ে করেন। কিন্তু এই বিয়ে বেশিদিন টিকেনি। এরপর ১৯৯০ সালে অস্কারজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানকে দ্বিতীয় বিয়ে করেন। কিডম্যানের সঙ্গে বিচ্ছেদ হলে ২০০৬ সালে অভিনেত্রী কেটি হোমসকে বিয়ে করেন এ হলিউড অভিনেতা। কিন্তু দাম্পত্য জীবনের ছয় বছরে এসে তৃতীয় বিয়েও বিচ্ছেদে রূপ নেয়।

              
                        
ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
                            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :