শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

এবার বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি, আসামে সামরিক স্টেশন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৯:৫৩ এএম

এবার বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি, আসামে সামরিক স্টেশন

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় চোখ রেখে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে একটি নতুন সামরিক ঘাঁটি বসিয়েছে ভারতের সেনাবাহিনী। ‘মিনিমাল টাইমফ্রেমে’র মধ্যে তা বসানো হয়েছে। প্রতিবেশী এই দেশের সীমান্ত বরাবর নিরাপত্তা শক্তিশালী করতে আসামের ধুবরিতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তুলছে ভারত। বাংলাদেশ সীমান্তের খুব কাছে উত্তর দিনাজপুরের চোপড়া ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর. সি তিওয়ারি। এক্সে ইস্টার্ন কমান্ড পোস্টে লিখেছে, ‘হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহম্মস্ত্রাকরপস-এর সেনাদের পরিদর্শন করেছেন  লে. জেনারেল আরসি তিওয়ারি, আর্মি কমান্ড ইস্টার্ন।
তিনি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লান্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন। উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে হ্যাশট্যাগ অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদন্ড বজায় রাখার আহ্বান জানান’। এতে আরও বলা হয়, আর্মি কমান্ড ইস্টার্ন এ ছাড়াও আলোচনা করেন চোপড়া আসনের এমএলএ হামিদুল রহমান ও অন্য বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে। এ সময় এ অঞ্চলে নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে সামরিক-বেসামরিক সহযোগিতার ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) করপসও পরিদর্শন করেন লে. জেনারেল তিওয়ারি।
তিনি ধুবরির বামুনিগাঁওয়ে লাছিত বরফুকান মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। ইস্টার্ন কমান্ড বলেন, কিংবদন্তি আহম কমান্ডার লাছিত বরফুকানের নামে নতুন এই সামরিক স্টেশন সাহস, নেতৃত্ব এবং স্থিতিস্থাপকতাকে জোরালোভাবে ফুটিয়ে তুলবে। এতে আরও বলা হয়, এ অঞ্চলে ভারতের সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা এবং অবকাঠামোগত শক্তি বৃদ্ধির আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বহন করে এই স্টেশন। এ সফরের সময় ইস্টার্ন আর্মি কমান্ডার আরও পর্যালোচনা করেন সীমান্ত এলাকায় অপারেশনাল প্রস্তুতি এবং আভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি।সুত্র-ডেকান ক্রনিকলের রিপোর্ট

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!