শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সিলেটে বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নেদারল্যান্ডসের তৃতীয় টি-২০

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:০২ এএম

সিলেটে বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নেদারল্যান্ডসের তৃতীয় টি-২০

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বৃষ্টিতে দু’বার ম্যাচ স্থগিত হয়। একবার বন্ধ ছিল বিদ্যুৎ বিভ্রাটের কারণে। শেষবার মুসুলধারে বৃষ্টি নামায় অফিসিয়ালরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জয়ী বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে টস জিতেও শুরুতে ব্যাটিংয়ের সাহস করেননি লিটন দাসরা। ম্যাচের শেষ ভাগে শিশিরের প্রভাব থাকায় পরীক্ষা দিয়ে নিজেদের এশিয়া কাপের জন্য ঝালিয়ে নেওয়ার সিরিজে জয়ের সহজ পথে হেঁটেছিল বাংলাদেশ। 
বুধবার একই ভেন্যুতে নেদারল্যান্ডস টস জেতে। শিশিরের প্রভাবের কথা বলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে পরীক্ষার সুযোগ করে দেয়। ওই পরীক্ষায় ভালো করেছেন অধিনায়ক ও ওপেনার লিটন দাস। ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। কিন্তু মিডল ওভারে ধুঁকেছেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেনকে। স্বেগে আবার জাকের আলী ও নুরুল হাসান হাত খুলে খেলতে শুরু করলে বৃষ্টি নামে।   
তার আগে বাংলাদেশ ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। জাকের আলী ১৩ বলে একটি করে চার ও ছক্কায় ২০ রান তুলেছিলেন। সোহানের ব্যাট থেকে ১১ বলে দুই ছক্কায় আসে ২২ রান।
এর আগে লিটন দাস ৪৬ বলে ৭৩ রান করে আউট হয়েছেন। ছয়টি চার ও চারটি ছক্কা মারেন তিনি। প্রথম ম্যাচেও ফিফটি এসেছিল অধিনায়কের ব্যাট থেকে। সিরিজ সেরাও হয়েছেন লিটন। সাইফ ৮ বলে ১২ ও হৃদয় ১৪ বলে ৯ রান করে আউট হয়েছেন। শামীম পাটোয়ারিও (১৯ বলে ২১) ইনিংস খুব একটা বড় করতে পারেননি। 
আগেই সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ একাদশে পাঁচ পরিবর্তন এনেছিল। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন একাদশে ছিলেন না। খেলেননি তাসকিন ও মুস্তাফিজ। বিশ্রাম দেওয়া হয় শেখ মাহেদীকেও। তাদের জায়গায় শামীম, সোহান, রিশাদ, সাইফউদ্দি ও শরিফুল একাদশে ছিলেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!