শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

হংকংকে দেড়শ করতে দেয়নি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:৩২ পিএম

হংকংকে দেড়শ করতে দেয়নি বাংলাদেশ

মরভুমির আবু ধাবির এই উইকেটেই শুরুতে ব্যাটিং করে বড় রান করেছিল আফগানরা। হংকংকে আটকেও দিয়েছিল একশ’র আগে। কিন্তু বাংলাদেশের জন্য উইকেট অচেনা হওয়ায় অধিনায়ক লিটন দাস টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতে দুই উইকেটও নেয় বাংলাদেশ। ওই ধাক্কা সামলে ৭ উইকেটে ১৪৩ রানের ভালো সংগ্রহ পেয়েছে পথমবার টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ খেলতে আসা হংকং।
ব্যাটিংয়ে নেমে আইসিসির সহযোগী সদস্য দেশ হংকং ৪.৪ ওভারে ৩০ রানে ২ উইকেট হারায়। ওপেনার আংশুমান রাঠকে (৪) তাসকিন ও তিনে নামা অভিজ্ঞ ব্যাটার বাবর হায়াতকে (১৪) তুলে নেন তানজিম। সেখান থেকে ৪১ রানের জুটি দেন অন্য ওপেনার জিসান আলী ও চারে নামা নিজাকাত খান।
এর মধ্যে জিসান ৩৪ বলে ৩০ রান করে আউট হন। তিনি তিনটি চার ও একটি ছক্কা মেরে তানজিমের বলে ক্যাচ দেন। নিজাকাত দলের পক্ষে সর্বাধিক ৪২ রান করেন। ৪০ বলে দুটি চার ও একটি ছক্কা মারা ব্যাটারকে তুলে নেন রিশাদ। এছাড়া অধিনায়ক ইয়াসিম মর্তুজা ১৯ বলে দুটি করে চার ও ছক্কায় ২৮ রান করেন।
বল হাতে তাসকিন ও তানজিম দুটি করে উইকেট নিলেও ৪ ওভার করে বল করে যথাক্রমে ৩৮ ও ২১ রান খরচ করেন। লেগ স্পিনার রিশাদ ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। মুস্তাফিজ উইকেট পাননি। ৪ ওভারে দেন ২২ রান। শেখ মাহেদীর ৪ ওভার থেকে আসে ২৮ রান।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!