শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

শোক কাটানোর আগেই নতুন ধাক্কায় বিব্রতকর দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:৫৫ পিএম

শোক কাটানোর আগেই নতুন ধাক্কায় বিব্রতকর  দক্ষিণ আফ্রিকা

শোকটা কাটিয়ে ওঠারও সুযোগ পেল না দক্ষিণ আফ্রিকা। তার আগেই যে আরেকটা ধাক্কা খেল প্রোটিয়ারা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে হারের বিব্রতকর রেকর্ড গড়ার পর শাস্তি গুনেছে তারা। ¯েøা ওভার রেটের কারণে জরিমানার শাস্তি পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
সাউদাম্পটনের রোজ বোলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি অধিনায়ক টেম্বা বাভুমার দল। সময়ের থেকে এক ওভার পেছনে ছিল। 
যার শাস্তি হিসেবে আইসিসির নিয়মানুযায়ী ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। প্রোটিয়া অধিনায়ক বাভুমা শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়ছে না।
গতকাল ৩৪২ রানে ম্যাচ হারার বিব্রতকর রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ধবলধোলাই এড়ানোর ম্যাচে জো রুট (১০০) ও জ্যাকব বেথেলের (১১০) জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪১৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে জফরা আর্চারের তোপে ৭২ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ১৮ রানে ৪ উইকেট নেন ম্যাচসেরা পেসার আর্চার।
এতদিন ওয়ানডের ইতিহাসে জয়-পরাজয়ের হিসেবে রেকর্ডটি ছিল ৩১৭ রানের। ২০২৩ সালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। এবার লঙ্কানদের লজ্জাজনক রেকর্ড থেকে মুক্তি দিল দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজ ঠিকই নিজেদের করে নিয়েছে তারা। প্রথম দুই ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করেছে প্রোটিয়ারা।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!