বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

টাইগারদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৬:১৫ পিএম

টাইগারদের দাপুটে জয়

চট্টগ্রাম টেস্টে ইনিংস ব্যবধানে জিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে ৩ উইকেটে হেরে যায় স্বাগতিকরা। তবে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে দুইদিন হাতে রেখেই ইনিংস ব্যবধানে জিতে বাংলাদেশ। দলের জয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে ৫ উইকেট শিকার করেন মিরাজ।সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে।
প্রথম ইনিংসে সেন উইলিয়ামস (৬৭) ও নিক ওয়েলচের (৫৪) জোড়া ফিফটিতে ভর করে ২২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে ২৭.১ ওভারে ৬০ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম।
জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাদমান ইসলাম অনিক ও মিডলঅর্ডার ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪৪৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে ১৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ১২০ রান করেন সাদমান ইসলাম অনিক।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের পর লেজের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে দলকে বড় লিড উপহার দেওয়ার পাশাপাশি টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন মিরাজ। তার ১০৪ রানের ইনিংসটি ১১টি চার আর একটি ছক্কায় সাজানো। এছাড়া ৪১ রান করেন পেস বোলার তানজিম হাসান সাকিব। ৪০ রান করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৩৯ রান করেন ২০২২ সালের জুনের পর টেস্টে ফেরা এনামুল হক বিজয়। ৩৩ রান করেন মুমিনুল হক সৌরভ। মনোবল চাঙ্গা রেখেই টাইগাররা বিজয়ী হয়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!