বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম টেস্টে মিরাজ-তাইজুলের ব্যাটে লিড বড় হচ্ছে টাইগারদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১১:২৩ এএম

চট্টগ্রাম টেস্টে মিরাজ-তাইজুলের ব্যাটে লিড বড় হচ্ছে টাইগারদের

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হলেও বৃষ্টির কারণে তা কিছু সময় পরে বন্ধ হয়ে যায়। বৃষ্টির আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩০৩ রান। তখন ৭৬ রানের লিড নিয়ে থেমে যায় খেলা। তবে বৃষ্টি থামার পর আবারও শুরু হয়েছে খেলা। মিরাজ-তাইজুলের ব্যাটে লিড বড় হচ্ছে বাংলাদেশের।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ৩৩১ রান করে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১০৪ রানে। ৩৭ রানে মিরাজ এবং ১৫ রানে তাইজুল ব্যাট হাতে লড়ে যাচ্ছেন।
নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করেছিল জিম্বাবুয়ে। ২ উইকেট হারিয়েই ১৭৭ রান তুলেছিল রোডেশিয়ানরা। তবে তাইজুল ইসলাম ও নাইম হাসানের তোপে শেষ পর্যন্ত ২২৭ রানেই অলআউট হয় তারা। বাংলাদেশ তাদের শুরুটা আরও ভালো করে। কোনো উইকেট না হারিয়েই করে ১১৮ রান। দুই শ’র আগে ৩ উইকেট হারালেও ৭ উইকেট হাতে রেখেই জিম্বাবুয়ের ২২৭ রান অতিক্রম করে টাইগাররা।মঙ্গলবার দিনের প্রথম সেশনে ২৬ ওভার খেলে বিনা উইকেটে ১০৫ রান করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ৩১ ওভার খেলে বাংলাদেশ দল যোগ করে আরও ১০০ রান। যদিও এই সময় হারাতে হয় ৩ উইকেট। আর তৃতীয় সেশনে ৩০ ওভারে হয় ৯২ রান।
দ্বিতীয় সেশনের শুরুতেই এনামুল হক বিজয়কে (৩৯) ফেরান বেøজিং মুজারাবানি। দলীয় ১৯৪ রানে পরপর দুই উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৩৩ রান করে মুমিনুল হকের বিদায়ের পরই ফেরেন সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম। শেষ হয় তার ১৮১ বলে ১২০ রানের ম্যারাথন ইনিংস। ১৬টি চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান এই ক্রিকেটার। এরপরই জুটি গড়েন শান্ত ও মুশফিক। তাদের ৬৫ রানের জুটি ভাঙে ২৩ রান করে শান্ত ফিরলে।দলীয় ২৫৯ রানে শান্তর আউটের পর আর কোনো জুটি স্থায়ী হয়নি। ২৬৭ রানে জাকের, ২৭৪ রানে মুশফিক ও ২৭৯ রানে সপ্তম ব্যাটার হিসেবে আউট হন নাইম হাসান। ৫৯ বলে ৪০ রান করে রানআউটের ফাঁদে পড়েন মুশফিক। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন ভিনসেন্ট মাসেকেসা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!