মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৪:১৬ পিএম

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন। আজ সোমবার ৪ আগস্ট দুপুরে চট্টগ্রামের অভিজাত চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ক্লাব সূত্রে জানা গেছে, এম হারুন-অর-রশীদ গতকাল রাতে ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষে একাই ছিলেন। আজ সকাল পর্যন্ত তার কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ক্লাবের কর্মীরা বিচলিত হন। আজ দুপুর ১২টার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের তালা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, চিকিৎসকদের প্রাথমিক ধারণা,কক্ষের মধ্যেই গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানকে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা ছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছিল। হারুন-অর-রশীদ ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। ডেসটিনির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে তিনি গতকাল বিকেলে চট্টগ্রামে আসেন। চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউজের ৩০৮ নম্বর কক্ষে তিনি উঠেছিলেন বলে জানা গেছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!