মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সাংবাদিক শামীম আহমদমারা গেছেন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০১:৪৫ পিএম

সাংবাদিক শামীম আহমদমারা গেছেন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেসমিনিস্টার প্রবীণ সাংবাদিক শামীম আহমদ মৃত্যুবরন করেছেন। সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।এর আগে রোববার (৬জুলাই) শারীরিক অবস্থার অবনতি হলে সাংবাদিক শামীম আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিক শামিম আহমদ ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।এছাড়া বার্তা সংস্থা ইউএনবির সাবেক চিফ অব করেসপন্ডেন্টস ও সিটি এডিটর হিসেবেও কাজ করেছেন তিনি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!