নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি কনফিডেন্স পাচ্ছি না। সংবিধানের বাইরে গিয়ে বিএনপির ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের সুযোগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করছে বলে জানান আসিফ মাহমুদ।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে বাংলামোটরে এনসিপির কার্যালয়ে ডাকা জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আপিল শুনানির শেষ দিনে বিএনপি মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের গ্রহণযোগ্যতা হারিয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন যেকোনোভাবে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের পার করার চেষ্টা করছে। যদি নির্বাচন কমিশন কোনোভাবে দ্বৈত নাগরিকদের বৈধতা দিতে চায়, তবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে থাকার ঘোষণাও দেন আসিফ।
প্রার্থী এবং তাদের কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। এমতাবস্থায় প্রয়োজনে জোটের সাথে আলোচনা করে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্তের কথাও জানায় এনসিপি মুখপাত্র।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :