বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নতুন বাংলাদেশ নিয়ে আমাদের স্বপ্ন আমরা স্পষ্ট করছি : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:৪২ পিএম

নতুন বাংলাদেশ নিয়ে আমাদের স্বপ্ন আমরা স্পষ্ট করছি : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলাদেশ নিয়ে এই নির্বাচন ঘিরে আমাদের যে স্বপ্ন তা আমরা স্পষ্ট করছি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত শেষে যমুনায় এক প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ হয়, সে জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ করা, যাতে একদলের জন্য কাজ করে, গণভোট যাতে না এর পক্ষে পড়ে, এটা কিন্তু সবার মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। এই নির্বাচন নিরপেক্ষ হবে না, ভোটকেন্দ্র দখল হবে, প্রশাসন দলীয়করণে হবে, ইলেকশন কমিশনকে চাপ দিয়ে ফলাফল নিজের দলের পক্ষে নিয়ে আসবে; তাহলে কিন্তু জনগণ ও দেশের তরুণসমাজ এই বিষয়টা মেনে নেবে না। আমাদের প্রত্যাশা থাকবে সরকার ও নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
বিস্তারিত আসছে

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!