ডেইলি খবর ডেস্ক: সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ময়মনসিংহ, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫ দশমিক ৩৭ একর জমি ছাড়াও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এর আগে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম সাবেক এই আইনমন্ত্রীর ৫ দশমিক ৩৭ একর জমি জব্দ ও ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখার আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি আনিসুল হকের ব্যাংক আকাউন্টে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার টাকা জমা হয়। আর উত্তোলন করা হয় ১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার টাকা।
আবেদনে তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন,বর্তমানে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৬টি ব্যাংক হিসাবে ৫০ লাখ ১৪ হাজার টাকা স্থিতি রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে উল্লিখিত সম্পদ জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ রয়েছে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :