বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০২:১৮ পিএম

খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সাবেক এমপি খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা দিনাজপুর জেলায় ২০ একর জমি ও একটি জিপ গাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
জব্দকৃত সম্পত্তিগুলোর দেখাশুনার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নামে থাকা আটটা ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আসামি খালিদ মাহমুদ চৌধুরী পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৭৩ লাখ টাকা এবং ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ড হিসাবের মাধ্যমে মোট ১৩ কোটি ৬৮ লাখ টাকা সন্দেহজনক লেনদেন করায় দুদক মামলা দায়ের করেন।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তকালে এজাহার নামীয় আসামি খালিদ মাহমুদ চৌধুরীর নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি খালিদ মাহমুদ চৌধুরীর নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করে আত্মগোপনের সম্ভবনা রয়েছে।
মামলাটি তদন্তের স্বার্থে আসামি খালিদ মাহমুদ চৌধুরীর নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধসহ ক্রোককৃত সম্পদের রিসিভার নিয়োগের জন্য আদালতে আবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়। তৎপ্রেক্ষিতে আসামি খালিদ মাহমুদ চৌধুরীর নামে স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধকরণসহ ক্রোককৃত সম্পত্তির রিসিভার নিয়োগ করা আবশ্যক।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!