শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

মিতুর ঘুষকান্ড: এসএ পরিবহনের মালিক ও আইনজীবীর ব্যাংক হিসাব জব্দ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৫২ এএম

মিতুর ঘুষকান্ড: এসএ পরিবহনের মালিক ও আইনজীবীর ব্যাংক হিসাব জব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনারের ঘুষ নেওয়ার ঘটনায়, ঘুষদাতা এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমেদ ও তাঁর আইনজীবীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। পাশাপাশি, তাদের আয়কর নথিও যাচাই শুরু করেছে সংস্থাটি। ঘুষ ও কর ফাইল চুরির ঘটনাও তদন্ত করা হচ্ছে। প্রমাণিত হলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জহাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।  
এসএ পরিবহনের মালিক ও ব্যবসায়ী সালাহউদ্দিন আহমেদের আয়কর নথি কর অঞ্চল ৫ থেকে বের কর নিয়ে যান তার আয়কর আইনজীবী ওবায়দুল হক সরকার। আর এতে সহযোগিতা করেন সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু।
কর আইনজীবী ও মিতুর সহযোগিতায় সালাহউদ্দিন আহম্মেদ ২৩৭ কোটি ৫৯ লাখ টাকা সম্পদ বাড়িয়ে আয়কর ফাইলের সম্পদ বিবরণীতে যুক্ত করার প্রমাণ পায় এনবিআর। এর বিনিময়ে জান্নাতুল ফেরদৌস মিতুর সঙ্গে আইনজীবীর মাধ্যমে ১ কোটি টাকা ঘুষের চুক্তি হয়। এর মধ্যে ৩৭ লাখ টাকা অগ্রিম নেন তিনি। যা ধরা পড়লে গেল সোমবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এরই মধ্যে ঘুষদাতা সালাহউদ্দিন আহম্মেদ ও তাঁর আইনজীবীর ব্যংক হিসাব তলব ও জব্দ করেছে এনবিআর।
এনবিআরের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী সাংবাদিকদের বলেন,‘আমরা আইনের মাধ্যমে কী কী পদক্ষেপ নিতে পারি সেটা একটা বিষয় আছে। এর বাইরে আরও কিছু সংস্থা আছে যারা এ ধরনের ঘটনা নির্মূলে কাজ করছে, এই ধরনের কাজ যাতে না হয় তার জন্য কাজ করছে। আমার মনে হয়, সব ধরনের প্রতিষ্ঠান থেকেই কাজ হওয়া দরকার। আমাদের দিক থেকে যে পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে তা আমরা গ্রহণ করব।’ 
তিনি জানান, ফাইল চুরি ও ঘুষ লেনদেনের ঘটনা তদন্ত শুরু করেছে এনবিআর। ঘটনা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, ‘প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পরে সে যদি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। রাজস্ব কর্মকর্তাদের যেকোনো ধরনের অপরাধ সহ হয়রানির অভিযোগ প্রমাণিত হলে এনবিআর জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে বলেও জানান এ কর্মকর্তা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!