বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

নগদের তানভীরসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৫৭ এএম

নগদের তানভীরসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ

দেশে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়া তাঁর পরিবারের সদস্য ও নগদের সাবেক কর্মকর্তাসহ মোট ১৩ জনের ব্যাংক জব্দ হিসাব করা হয়।
মঙ্গলবার বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। 
এদিকে,তাদের আর্থিক অনিয়ম অনুসন্ধান করছে দুদক। ব্যাংক হিসাব জব্দের তালিকায় আছেন তানভীর আহমেদের বাবা, মাসহ  পরিবারের আরও দুই সদস্য। বিএফআইইউর নির্দেশনায় হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণী, গ্রাহক সম্পর্কিত তথ্যসহ এই সব ব্যক্তির লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। 
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্র্বতী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। এর আগেই পালিয়ে যান নগদের উদ্যোক্তাসহ শীর্ষ কর্মকর্তাদের বেশির ভাগ ব্যক্তি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!