বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ ১৪৩২

কিশোরগঞ্জ- ১ ও ৫ আসনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১১:১২ পিএম

কিশোরগঞ্জ- ১ ও ৫ আসনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ জেলার মোট ৬টি সংসদীয় আসনের মধ্যে দুইটি আসনে বিএনপি‍‍`র দুইজন বিদ্রোহী প্রার্থী শেষ দিনেও মনোনয়ন প্রত্যাহার করেননি। এ দুজন দলীয় মনোনয়ন চেয়েও বঞ্চিত হয়েছেন।
বিএনপি‍‍`র বিদ্রোহী প্রার্থী দুজন হলেন,কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু এবং কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।
কিশোরগঞ্জ-১ আসনের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু ২০০৬ সালের ঢাকা বিভাগীয় স্পেশাল জজ থাকা অবস্থায় চাকরি ছেড়ে দিয়ে বিএনপিতে যোগদান করেন। ২০০৭ ও ২০১৮ সালে কিশোরগঞ্জ-১ আসনে দল তাকে মনোনয়ন দেয়। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
কিশোরগঞ্জ-৫ আসনে ভোটের মাঠে রয়ে গেছেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল। বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ২০০১ সালের নির্বাচনে ওই আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছিলেন। পরে আন্দোলনের মুখে প্রার্থী বদল করে তৎকালীন এমপি মজিবুর রহমান মঞ্জুকে মনোনয়ন দেয়া হয়। এরপর ২০০৮ সালের নির্বাচনেও দলীয় মনোনয়ন বঞ্চিত হন ইকবাল।
পরে, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ইকবালকে মনোনয়ন দেয়। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন দেয়। এর পরপরই বাবার হাতে গড়া "বাংলাদেশ জাতীয় দল" নামের রাজনৈতিক দল বিলুপ্ত করে সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগ দেন। সাথে সাথেই বিএনপি’র ধানের শীষের প্রার্থী হিসেবে সৈয়দ এহসানুল হুদাকে চুড়ান্ত মনোনয়ন দেয়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!