বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট-উপদেষ্টা আদিলুর রহমান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১২:৫৪ পিএম

জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট-উপদেষ্টা আদিলুর রহমান

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): “জুলাই অগাষ্টে যারা আত্মাহুতি দিয়েছেন বাংলাদেশ পরিবর্তনের জন্য, যাদের  উদ্যোগে জুলাই সনদ হয়েছে। সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোট। যারা জুলাই অভ্যুত্থানের বিপক্ষের শক্তি তারা এটা নিয়ে ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের মানুষ জুলাইয়ের পক্ষে। তাই বাংলাদেশ গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে এবং হ্যা ভোট দিয়ে সেই অবস্থান পরিস্কার করবেন।” 
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারী কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ শেষে শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন,গণ অভ্যুত্থানের সরকার জুলাই সনদ প্রণয়ন করেছে, সংগ্রামী ছাত্র-জনতার সহযোগিতায়। এই সনদ বাস্তবায়নের জন্য সংগ্রামী ছাত্র-জনতাকে সাথে নিয়ে এ সরকার কাজ করছে এবং এটাই করবে। আগামী ১২ তারিখে গণভোটে হ্যা ভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে সমর্থন ব্যক্ত হবে এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রার্থী নির্বাচিত হয়ে আসবে জাতীয় সংসদ নির্বাচনে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট বুদ্ধিমান। বাংলাদেশের মানুষ ইতিহাস রচনা করেছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এরপর সারাদেশের মানুষ এক কাতারে দাড়িয়ে যাবে- এ সনদের পক্ষে, গণ অভ্যুত্থানের পরিবর্তনের পক্ষে এবং বাংলাদেশের জনগণের অধিকারের পক্ষে। 
জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্য,জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এরপর তিনি গণভোট প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলার বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব উপজেলার উদ্দেশ্যে রওনা হন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!