বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২

বান্দরবানে বন্দুকসহ অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৬:০৩ পিএম

বান্দরবানে বন্দুকসহ অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

বিপ্লব দাশ,বান্দরবান প্রতিনিধিঃ দেশীয় একটি একনলা বন্দুকসহ অস্ত্র মামলার জিআর সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে বান্দরবানের লামা থানা পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তি হলেন কাইংপা মুরুং (৪৯) ২নং লামা সদর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের শিলেরতোয়া চংবট মুরুং পাড়ার মৃত রাংলাই মুরুং এর ছেলে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ২টার সময় লামা থানাধীন আসামীর এককক্ষ বিশিষ্ট বসতঘরে (মাচাংঘর) অভিযান পরিচালনা করে লামা থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কাইংপা মুরুং (৪৯) এর বিরুদ্ধে লামা থানায় ও আলীকদম থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজাহান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাইংপা মুরুংকে (৪৯) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ টি দেশীয় তৈরি ট্রিগার সংযুক্ত সচল একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। যাহার কাঠের বাটসহ সম্পূর্ন দৈর্ঘ্য ৫২ ইঞ্চি। তার বিরুদ্ধে লামা থানার মামলা নং-০৫ তারিখ: ১৩/০১/২০২৬ ইং ধারা-, দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর ১৯অ ধারা প্রক্রিয়াধীন শেষে আদালতে সোপর্দ করা হবে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!