বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১০:১৩ এএম

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

অনিক রায়, ফরিদপুর: ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্টসহ কয়েকজন বিতর্কিত ব্যক্তির অংশগ্রহণ এবং সাম্প্রতিক রাজনৈতিক পুনর্বিন্যাস নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইমামুদ্দিন স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-সংবলিত ¯েøাগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আনিসুর রহমান সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অতীতের আন্দোলন ও সহিংস ঘটনাবলীর প্রসঙ্গ তুলে ধরেন। তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে হলে বিতর্কের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী রিয়াজ বলেন,“গত ১৭ বছরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা-মামলা, গুম-খুনের রাজনীতি করেছে, আপনারা কি সেসব কথা ভুলে গেছেন? ছাত্রসমাজ এখনো সেই দুঃসহ সময়ের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। আজ সেই একই দমন-পীড়নের সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে নতুন করে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তাদেরকে রাজনীতিতে পুনরায় গ্রহণ করা অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। ছাত্রসমাজ এ ধরনের আপসকামী রাজনীতিকে কখনোই মেনে নেবে না।”
সদস্য সচিব আনিসুর রহমান সজল বলেন,“জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ শহীদের রক্তের সঙ্গে প্রকাশ্য বেইমানি করা হচ্ছে। যাদের কারণে দেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, সেই আওয়ামী সুবিধাভোগী ব্যবসায়ীরা যদি আবার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে তা হবে শহীদদের আত্মত্যাগকে অপমান করার নামান্তর। আমরা স্পষ্ট করে বলতে চাই, লুটেরা ও সুবিধাভোগীদের জন্য এই দেশে আর কোনো রাজনৈতিক বৈধতা নেই।ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করবে।”
অন্যান্য বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ী আরিফুর রহমান দোলন ও আবুল বাশার কে কোনরকম ভাবেই  জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। এদেরকে  প্রতিহত করা হবে। এছাড়া তারা যাতে নির্বাচনে কোনভাবেই  অংশগ্রহণ করতে না পারে এ ব্যাপারে প্রশাসন কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার আহ্বান করেন।
সমাবেশ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যেন নির্বাচন ও রাজনৈতিক কর্মকান্ডে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!