বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

দেশে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ১৬, ২০২৪, ০৯:২৯ এএম

দেশে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা


দেশে আবারও তাপপ্রবাহের সতর্ক। টানা কয়েক দিন তাপপ্রবাহ না থাকলেও ১৫ বুধবার থেকে আবার দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে দুই দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে মে মাসের ২১ তারিখের পর সাগরে লঘুচাপ সৃষ্টির বার্তাও দিয়েছে অধিদপ্তর। যা পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। 
এবার এপ্রিলে দেশবাসী প্রচন্ড তাপপ্রবাহ দেখেছে টানা ৩৬ দিন। মার্চের ৩১ তারিখ থেকে দেশে শুরু হওয়া এই তাপপ্রবাহ ছিল ৫ মে পর্যন্ত। এর মধ্যে ২ মে বৃষ্টি হলেও দেশের পশ্চিমাঞ্চলে তাপ প্রশমিত হয়েছে ৫ মে বৃষ্টির পর। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের ওপর দিয়ে ১৭ মে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ১৫ মে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী দুই দিন বিক্ষিপ্তভাবে দেশের পাঁচ বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইবে। এদিকে এই মাসের ২০ তারিখের পর সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। যেটি শক্তি পেলে পরবর্তীকালে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের একাংশের উপর দিয়ে বয়ে যেতে পারে শক্তিশালি ঘুর্ণিঝড়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!