দাবানলে ইসরাইল অধিকৃত জেরুজালেমের আশেপাশের এলাকায় তীব্র মাত্রার দাবানলের পর দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ ১০,০০০ জনের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে এবং ৯টি বসতি সম্পূর্ণরূপে সরিয়ে নিতে বাধ্য হয়। টাইমস অব ইসরাইল জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত ২৩ জন ইহুদি আহত হয়েছেন। তীব্র তাপ ও গরম বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে ইসরাইলি কর্তৃপক্ষ গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে।
ইসরাইলি কর্তৃপক্ষের মতে,আগুন মুহূর্তের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং সরকার তা নিয়ন্ত্রণে রাখতে পারছে না। ইসরাইলি টিভি চ্যানেল ১২ জানিয়েছে,আগুন ইসরাইলি সেনাবাহিনীর ট্যাঙ্কের কাছে পৌঁছে গেছে।ইসরাইলি গণমাধ্যম আরও জানিয়েছে,আশদোদের রেলওয়ে নেটওয়ার্কের কাছে আগুন লাগার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে ইসরাইলি সরকার সর্বোচ্চ স্তরের জরুরি অবস্থা ঘোষণা করার সঙ্গে সঙ্গে অধিকৃত অঞ্চলজুড়ে সমস্ত অগ্নিনির্বাপক দলের জন্য একটি সাধারণ সংহতি আদেশ জারি করেছে।তবে কয়েকটি সংবাদমাধ্যম ইসরাইলি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শাবাকের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জেরুজালেমের এই আগুনের ঘটনাটি ইচ্ছাকৃত এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গত কয়েক ঘণ্টায় ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার আগুন নেভানোর জন্য জরুরি সহায়তা পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ইংল্যান্ড, ফ্রান্স,চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা,স্পেন, উত্তর মেসিডোনিয়া এবং আজারবাইজান প্রজাতন্ত্রসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন।তবে ইসরাইলি টিভি চ্যানেল ১২ আগুনের নতুন ছবি সম্প্রচার করে জানিয়েছে, পরিস্থিতি খুবই ভয়াবহ।তবুও এখনো কেউই কোনো অগ্নিনির্বাপক বিমান পাঠায়নি এবং কাজ ধীর গতিতে এগোচ্ছে। প্রবল বাতাসের কারণে আগামী সময়গুলো খুবই বিপজ্জনক এবং আগুনের কাছাকাছি এলাকাগুলো খালি করা হচ্ছে। একই সময়ে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ আগুন নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে আলাদা একটা বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। তার ভাষায়,আমরা একটি জরুরি পরিস্থিতিতে আছি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভাব্য সমস্ত সম্পদ কাজে লাগাতে হবে। কাৎজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
এদিকে জেরুজালেমের অগ্নিনির্বাপণ বিভাগের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান বলেছেন, ইসরাইলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বড় দাবানল। তিনি সতর্ক করে বলেন, কিছু সময়ের মধ্যে ঘণ্টায় ৬০ মাইলের বেশি গতিতে বাতাস বইতে পারে। যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।
অন্যদিকে এই দাবানলের কারণে বুধবার ইসরাইলের মেমোরিয়া ডে-তে তেলআবিব ও জেরুজালেমের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক ‘রুট ১’ বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে মানুষ সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কয়েক ঘণ্টা পরে জরুরি সেবাকর্মীরা মহাসড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সারি সারি গাড়ি তল্লাশি করে দেখছিলেন, ওই সব গাড়ির মধ্যে কেউ আটকে আছেন কি না।
আপনার মতামত লিখুন :