বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

এবার নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১০:১৩ এএম

এবার নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানি উপক্ষো করেই ভোটাররা নিউইয়র্ক সিটির পরবর্তী মেয়র নির্বাচিত করেছেন বামপন্থী নেতা জোহরান মামদানিকেই। স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে সম্প্রচার মাধ্যমগুলোর দেওয়া তথ্যমতে,মামদানি তার প্রতিদ্ব›দ্বী অ্যার্ন্ডরু কুমোকে বিপুল ব্যবধানে পরাজিত করে এই জয় নিশ্চিত করেন। খবর এএফপির। 
প্রতিবেদনে বলা হয়, এই জয়ের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রক্ষণশীল গণমাধ্যম এবং মুসলিম পরিচয়ের বিরুদ্ধে করা তীব্র আক্রমণের মোকাবিলা করলেন মামদানি। জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তিনি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র।
অন্যদিকে, নিউইয়র্কের এই ঐতিহাসিক জয়ের পাশাপাশি ডেমোক্র্যাটরা ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর পদেও জয়ী হয়েছে। এই ফলাফল আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশের রাজনৈতিক হাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে,যখন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই হবে।
ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার বর্তমান রিপাবলিকান গভর্নরকে পরাজিত করেন। নিউ জার্সিতেও ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিল রিপাবলিকান জ্যাক সিয়াটারেলিকে হারান।
বেসরকারি এই ফলাফল ঘোষণার ঠিক আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে ‘ইহুদি-বিদ্বেষী’ বলে আক্রমণ করেন। তিনি নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, স্ব-স্বীকৃত এই বছরের নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ১ দশমিক ৪৫ মিলিয়ন মানুষ ভোট দিয়েছেন, যা ২০২১ সালের পুরো নির্বাচনের মোট ভোটারের চেয়েও বেশি। এই বিপুল অংশগ্রহণ রাজনৈতিক বিতর্ক ও পরিবর্তনের আকাঙ্খাকে প্রতিফলিত করে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!