শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
লোকসভা নির্বাচন ২০২৪

বেঙ্গালুরুর অবকাঠামো সংকট ইস্যুতে কংগ্রেসকে ধুয়ে দিলেন মোদি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৮:৩৩ পিএম

বেঙ্গালুরুর অবকাঠামো সংকট ইস্যুতে কংগ্রেসকে ধুয়ে দিলেন মোদি

বেঙ্গালুরুর অবকাঠামোগত সংকটের জন্য শহর কংগ্রেসের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক সমাবেশে শহরের কিছু অংশে চরম পানি সঙ্কটের কথা উল্লেখ করে এসব কথা বলেন মোদি।

মৌলিক অধিকার পানি পান করার জন্য জরিমানা গুণতে হয় উল্লেখ করে সমাবেশে মোদি বলেন, ‘কর্ণাটকের কংগ্রেস সরকার প্রযুক্তির শহরকে একটি ট্যাংকার শহরে পরিণত করেছে। শহরটিকে ট্যাংকার মাফিয়াদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। কংগ্রেস বেসরকারি খাত বিরোধী, ট্যাক্স প্রদানকারী বিরোধী এবং সম্পদ সৃষ্টিকারী বিরোধী। বিরোধী ইন্ডিয়া জোটের লক্ষ্য মোদির দিকে। কিন্তু আমার নজর ভারতের উন্নয়ন ও বৈশ্বিক ভাবমূর্তির দিকে।’

ভারতে চলমান লোকসভা নির্বাচনে দক্ষিণ ও মধ্য বেঙ্গালুরু আসনে বিজেপির প্রার্থী বর্তমান এমপি তেজস্বী সূর্য ও পিসি মোহন। আর উত্তর বেঙ্গালুরুর প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে।

গত মাসে কালাবুরাগি ও শিবমোগায় মেগা সমাবেশ করেছিলেন মোদি। ১৪ এপ্রিল তিনি মাইসুরুতে একটি সমাবেশে বক্তৃতা করেছেন।

কর্ণাটকে দুই দফায় ভোট হবে। প্রথমটি ২৬ এপ্রিল ও দ্বিতীয়টি ৭ মে।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!