ভারতের নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় নিহত সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। তার নাম ড. উমর মোহাম্মদ।
১৯৮৯ সালের ২৪ ফেব্রæয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জন্ম নেয়া উমর আল ফালাহ মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, ড. উমর ছিলেন আটক দুই চিকিৎসক ড. আদিল আহমদ রাথার ও ড. মুজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী। এই দুইজনকে সম্প্রতি জম্মু-কাশ্মীর ও হরিয়ানার যৌথ অভিযানে একটি ‘হোয়াইট কলার সন্ত্রাসী চক্র’ থেকে গ্রেপ্তার করা হয়। গত কয়েক দিনে পুলিশের হাতে ২ হাজার ৯০০ কেজি সন্দেহভাজন বিস্ফোরক উদ্ধার হয়েছে।
দুই সহযোগীর গ্রেপ্তারের খবর পেয়ে আতঙ্কে ড. উমর ফারিদাবাদ থেকে পালিয়ে যান এবং শেষমেশ দিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে নিজের গাড়িতেই বিস্ফোরণ ঘটান। এতে নয়জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন।
তদন্তে জানা গেছে, হামলায় ব্যবহৃত সাদা রঙের হুন্ডাই (নম্বর এইচআর ২সিই ৭৬৭৪) গাড়িটি বিস্ফোরণের আগে তিন ঘণ্টা লালকেল্লার পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি বদরপুর সীমান্ত দিয়ে দিল্লিতে প্রবেশ করে বিকেল ৩টা ১৯ মিনিটে পার্কিংয়ে ঢোকে এবং ৬টা ৩০ মিনিটে বিস্ফোরণ ঘটায়। উমর পুরো সময় গাড়ির ভেতরেই ছিলেন বলে ধারণা করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণে ব্যবহৃত হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল মিশ্রণ।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :