শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০ মাঘ ১৪৩২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:৫৮ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: এবার আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) থেকে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে এক বছর আগে ডবিøউএইচও থেকে বের হয়ে আসার এ প্রক্রিয়া শুরু করেছিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) এবং পররাষ্ট্র দপ্তর বলেছে, ইতিমধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।
এইচএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ডবিøউএইচও তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন। তাদের বিশ্বাস, ডবিøউএইচও সংস্কার, জবাবদিহি ও স্বচ্ছতার মানদন্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে।
ওই কর্মকর্তা বলেন,কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ডবিøউএইচওর ভূমিকা বিশেষভাবে সমালোচিত হয়েছে। ডবিøউএইচও কোভিড-১৯-কে বৈশ্বিকভাবে স্বাস্থ্যগত জরুরি ঘোষণা করতে দেরি করেছে। 
সংস্থাটি অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্প প্রশাসনের দাবি, চীন ও অন্য দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্র ডবিøউএইচওতে বেশি অনুদান দিয়েছে। ডবিøউওএচওর ইতিহাসে কখনো কোনো মার্কিন নাগরিক ডবিøউএইচওর মহাপরিচালক হননি বলে উল্লেখ করেন তিনি। সূত্র: বিবিসি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!