সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আবারও গুলি বিনিময়.পাকিস্তানি সেনাকে আটক করেছে ভারত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ১০:৪০ এএম

আবারও গুলি বিনিময়.পাকিস্তানি সেনাকে আটক করেছে ভারত

ভারত-পাকিস্তান যুদ্ধংদেহী অবস্থার মধ্যে শনিবার ৩ মে রাজস্থান সীমান্ত থেকে পাকিস্তানি এক রেঞ্জারকে আটক করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, ২৩ শে এপ্রিল বিএসএফের কনস্টেবল পুরনাম কুমার সাহুকে আটক করে পাকিস্তান রেঞ্জারর্সরা। তার পরই এ ঘটনা ঘটলো। আটক পাকিস্তানি রেঞ্জারের পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারে রাখা হয়েছে। বিএসএফ জওয়ানদের আটক করার পর তা ফেরত দেয়ার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সুন্দর প্রক্রিয়া আছে। কিন্তু উত্তেজনাকর এই সময়ে পুরনাম কুমার সাহুকে পাকিস্তান ফেরত দেয়নি। ফলে আটক পাকিস্তানি রেঞ্জারকে নিয়ে ভারত কী করবে তা পরিষ্কার নয়।
ভারতের মিডিয়া থেকে দাবি করা হয়েছে যে, পাকিস্তানি এই রেঞ্জারকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান সেনারা নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন অংশে দশম দিনের মতো উস্কানিমুলক গুলি ছুড়েছে। এর মধ্যে আছে কুপওয়ারা, বারমুলা, পুনচব, রাজুরি, মেন্ধার, নাউশেরা, সুন্দরবানি এবং আখনুর। ভারতের সেনারা দ্রæততার সঙ্গে এবং উপযুক্ত জবাব দিয়েছে এর। তবে এখন পর্যন্ত উভয় পক্ষে গোলাগুলিতে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। ওদিকে সাহুকে ফেরানোর জন্য কতগুলো মিটিং হয়েছে। তবে তাকে কখন মুক্তি দেয়া হবে বা তার বর্তমান অবস্থা কী সে সম্পর্কে কোনো সময়সীমা বা তথ্য দেয়নি পাকিস্তান।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!