মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভ, ৪ শতাধিক গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:১২ এএম

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভ, ৪ শতাধিক গ্রেপ্তার

বৃটেনের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রæপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন সহস্রাধিক মানুষ। সেখান থেকে ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
স্থানীয় সময় শনিবার ৬ সেপ্টেম্বর পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রæপ।
ডিফেন্ড আওয়ার জুরিস এক্সে ঘটনার একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে,পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে মাটিতে ফেলে দেয়। এ ছাড়া ‘‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’’ লেখা প্ল্যাকার্ড ধরায় অন্যদের গণহারে গ্রেপ্তার করা হয়।’
সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা করে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাগ্বিতন্ডা হয় এবং তাদের দিকে পানি ও প্লাস্টিকের বোতল ছোড়া হয়। একপর্যায়ে ভিড়ের চাপে কয়েকজন বিক্ষোভকারী মাটিতে পড়ে যান।
এদিকে লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, ৪২৫ জনেরও বেশি মানুষকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলা ও নিষিদ্ধ একটি সংগঠনের প্রতি সমর্থনে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য,গত জুলাই মাসে সন্ত্রাসবাদ আইন ২০০০ এর অধীনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদগুলোর মধ্যে সর্বশেষ বিক্ষোভের ঘটনা এটি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!