বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:৪৫ পিএম

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চাপ প্রচারণার ফলে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী অবস্থান করছে না। তাই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।বৃহস্পতিবার (১৫জানুয়ারি) মার্কিন গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদসংস্থা আল জাজিজার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মার্কিন কেবল নিউজ নেটওয়ার্ক নিউজনেশন জানিয়েছে,‘ইউএসএস আব্রাহাম লিংকন’ বিমানবাহী রণতরী এবং এর স্ট্রাইক গ্রæপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছে পেন্টাগন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত অক্টোবরে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ানে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার গ্রæপ পাঠানো ট্রাম্পের সিদ্ধান্তের অর্থ হলো-বর্তমানে ইরানের ওপর সম্ভাব্য হামলায় ভূমিকা রাখার মতো কোনো বিমানবাহী স্ট্রাইক গ্রæপ নেই। যেমনটি তেহরানের সঙ্গে পূর্ববর্তী উত্তেজনার সময় হয়েছিল।
মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ১২টি যুদ্ধজাহাজ রয়েছে। যেখানে মধ্যপ্রাচ্যে এই সংখ্যা ছয়টি।সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!