বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২

সাময়িক বন্ধের পর আকাশপথ ফের খুলে দিলো ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১২:১০ পিএম

সাময়িক বন্ধের পর আকাশপথ ফের খুলে দিলো ইরান

ডেইলি খবর ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আকাশপথ পুনরায় খুলে দিয়েছে ইরান। সাময়িক এই বন্ধের কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, পথ পরিবর্তন কিংবা বিলম্বিত হয়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ইরান সব ধরনের ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধ করে দেয়। তবে অনুমোদিত আন্তর্জাতিক আগমন ও প্রস্থান ফ্লাইটকে সীমিতভাবে ছাড় দেয়া হয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১০টার কিছু আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪। খবর জিও নিউজের।
ফ্লাইটরাডার২৪ জানায়, এক সপ্তাহ আগেও একই সময়ে ইরানের আকাশে একসঙ্গে কয়েক ডজন উড়োজাহাজ চলাচল করছিল। হঠাৎ আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী এয়ারলাইনসগুলোর সূচিতে বড় ধরনের ব্যাঘাত ঘটে।
এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরিস্থিতি নিয়ে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া বিবেচনা করছিলেন। দেশটিতে সাম্প্রতিক সময়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হয়।
এক পশ্চিমা সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন,‘সব ধরনের ইঙ্গিতই বলছে, যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন।’ তবে তিনি যোগ করেন, ‘এই ট্রাম্প প্রশাসনের কৌশলই হলো সবাইকে অনিশ্চয়তায় রাখা। অপ্রত্যাশিত আচরণই তাদের কৌশলের অংশ।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!