শাটডাউনের কবলে এবার যুক্তরাষ্ট্র। সিনেটে শেষ মুহূর্তের প্রচেষ্টার সত্বেও ব্যয় বিল পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদেরকে প্রেসিডেন্ট ট্রাম্পও কড়া হুশিয়ারী দিযেে ছন ।
স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) রাত ১২টা ০১ মিনিটে সরকারি অর্থায়নের মেয়াদ শেষ হয়ে যায়। রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা প্রতিদ্ব›িদ্ব প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করায় অর্থায়ন আর বাড়ানো সম্ভব হয়নি। খবর আল জাজিরার।
১৯৮০ সালের পর থেকে এক ডজনেরও বেশি বার মার্কিন সরকার আংশিকভাবে বন্ধ হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হুঁশিয়ারি দিয়েছেন যে, তিনি এ সুযোগে ফেডারেল কর্মচারীদের সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে দিতে পারেন, যা অতীতের চেয়ে বড় ধরনের অচলাবস্থা তৈরি করবে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা শাটডাউনের সময় এমন কিছু করতে পারি যা ডেমোক্র্যাটদের জন্য খারাপ, অপরিবর্তনীয়। অনেক মানুষকে ছাঁটাই করা যেতে পারে, তাদের পছন্দের প্রোগ্রামগুলো বন্ধ করা যেতে পারে।”এই শাটডাউনের ফলে কিছু ‘অ-অপরিহার্য’ সরকারি কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ ও ছোট ব্যবসার ঋণ অনুমোদন।
অপরিহার্য কর্মীরা—যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা সদস্য এবং আকাশপথ নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা কাজ চালিয়ে যাবেন, তবে বেতন ছাড়াই। তবে সামাজিক নিরাপত্তা ভাতা ও খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
সাধারণত পূর্বের শাটডাউনে অস্থায়ীভাবে ছাঁটাই হওয়া কর্মীরা পরবর্তীতে বকেয়া বেতন পান। কিন্তু ট্রাম্প এবার সতর্ক করেছেন, তিনি “অনেক মানুষকে স্থায়ীভাবে চাকরিচ্যুত” করতে পারেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যয় বিলকে কেন্দ্র করে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে ব্যাপক বিরোধ দেখা দেয়।ডেমোক্র্যাটরা রিপাবলিকান প্রস্তাবিত একটি ব্যয় বিল প্রত্যাখ্যান করেন, কারণ এতে স্বাস্থ্যসেবায় অতিরিক্ত অর্থায়নের ব্যবস্থা রাখা হয়নি।
অপরদিকে রিপাবলিকানরা বলছে, স্বাস্থ্যসেবার মতো ইস্যু আলাদা করে আলোচনা হওয়া উচিত।
স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রিপাবলিকানদের জরুরি প্রস্তাব সিনেটে ৫৫-৪৫ ভোটে ব্যর্থ হয়, যেখানে বিলটি পাস করতে ৬০ ভোট প্রয়োজন ছিল। কিছু ডেমোক্র্যাট ও স্বাধীন সিনেটরও রিপাবলিকানদের পক্ষে ভোট দেন।
পরবর্তীতে ডেমোক্র্যাটদের প্রস্তবও ৪৭-৫৩ ভোটে প্রত্যাখ্যাত হয়, কোনো রিপাবলিকান এর পক্ষে ভোট দেননি। ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন,“রিপাবলিকানরা স্বাস্থ্যসেবার সংকট সমাধানের বদলে দেশকে শাটডাউনের দিকে ঠেলে দিচ্ছে।”
অন্যদিকে রিপাবলিকান নেতা জন থুন বলেন,“এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল,কেবলমাত্র তাদের রাজনৈতিক ভিত্তিকে সন্তুষ্ট করার জন্য ডেমোক্র্যাটরা এটি করেছে।”বাইপার্টিজান পলিসি সেন্টারের তথ্যানুযায়ী, ১৯৮০ সালের পর থেকে এটি যুক্তরাষ্ট্র সরকারের ১৫তম শাটডাউন। ইতিহাসের দীর্ঘতম শাটডাউন হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে, ২০১৮ সালের শেষ দিকে, যা টানা ৩৪ দিন স্থায়ী হয়।
আপনার মতামত লিখুন :