কলম্বিযায় একটি স্কুল বাস খাদে পড়ে কমপক্ষে ১৬ জন শিক্ষার্থী ও একজন চালক নিহত হয়েছেন। শিক্ষার্থীরা ক্যারিবিয়ান সৈকতে তাদের স্নাতকোত্তর উদযাপন শেষে ফিরছিল। রোববার (১৪ ডিসেম্বর) উত্তর-পশ্চিম কলম্বিয়ায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর এএফপি।
নিহতরা মেডেলিনের কাছে বেলোর একটি স্কুলের ১৬ থেকে ১৮ বছর বয়সী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। মোট ১৭ জন নিহত ছাড়াও আরও বিশ জন আহত হয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে যায়। উদ্ধারকারীদের স্ট্রেচারে করে ভয়াবহ গিরিখাত থেকে জীবিতদের উদ্ধার করতে হয়েছে।
অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক্স প্ল্যাটফর্মে শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, তরুণদের মৃত্যু তাঁকে পীড়া দেয়, বিশেষ করে যখন তারা পড়াশোনা বা ছুটি কাটাতে গিয়ে এমন দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার এলাকাটিতে ন্যাশনাল লিবারেশন আর্মি গেরিলা গোষ্ঠী সক্রিয় থাকায় উদ্ধারকাজ চালানোর জন্য অগ্নিনির্বাপক ও কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়েছিল। ইএলএন বিদ্রোহীরা রোববার থেকে তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে সামরিক মহড়ার কারণে ৭২ ঘণ্টার জন্য বেসামরিক নাগরিকদের বাণিজ্যিক ভ্রমণ এড়াতে নির্দেশ দিয়েছে।
দেশটির সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সাল থেকে কলম্বিয়া প্রতিদিন গড়ে ২২ জন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :