বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

‘যে কোনো সময় হামলা চালাবে ভারত,পাল্টা প্রতিঘাতে প্রস্তুত পাকিস্তান’প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৯:০৬ পিএম

‘যে কোনো সময় হামলা চালাবে ভারত,পাল্টা প্রতিঘাতে প্রস্তুত পাকিস্তান’প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘ভারত যেকোনো সময় হামলা চালাতে পারে। হামলা হলে পাল্টা প্রতিঘাতের জন্য প্রস্তুত পাকিস্তানও।’ কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার প্রেক্ষিতে পরমাণু অস্ত্রধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সৃষ্ট তীব্র উত্তেজনার মধ্যে এই সতর্কবার্তা দিলেন তিনি। 
৫ মে সোমবার ইসলামাবাদে সাংবাদিকদের পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে যে, ভারত নিয়ন্ত্রণরেখা বরাবর যেকোনো সময় হামলা চালাতে পারে। হামলা হলে নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেয়া হবে।’প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পেহেলগামে ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে খাজা আসিফ বলেন, ‘এই তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে, হামলার ঘটনায় ভারত নিজে না কি অন্য কোনো গোষ্ঠী জড়িত এবং পাশাপাশি নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগের নেপথ্যের সত্য উঠে আসবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করে খাজা আসিফ বলেন, মোদি ‘রাজনৈতিক স্বার্থ অর্জনের জন্য এ অঞ্চলকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন’। এ সময় খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকান্ডে ভারতের জড়িত থাকার পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগও ফের তুলে ধরেন তিনি।
পাক প্রতিরক্ষামন্ত্রী জানান,আমরা ২০১৬ ও ২০১৭ সালে ভিডিও ফুটেজসহ সন্ত্রাসী কর্মকান্ডে ভারতের অর্থ জোগানোর প্রমাণ জাতিসংঘকে সরবরাহ করেছি। সম্প্রতি আফগানিস্তান থেকে চালানো খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় ভারত পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন তিনি।-সূত্রএক্সপ্রেস ট্রিবিউন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!