বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৯:০৩ এএম

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তুরস্ক সফরে থাকা অবস্থায় আঙ্কারা থেকে ত্রিপোলিগামী একটি বিজনেস জেট বিধ্বস্ত হলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। লিবিয়ার প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম বিবিসি বলছে,মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে উড্ডয়ন করা একটি ফ্যালকন-৫০ বিজনেস জেটে ছিলেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ মোট পাঁচজন। দুর্ঘটনায় তাঁদের সবাই নিহত হন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, স্থানীয় সময় রাত ৮টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আঙ্কারার বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ৪২ মিনিট পর বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়।
আঙ্কারা থেকে ত্রিপোলিগামী বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল।পরে আঙ্কারার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পরে আরেক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আঙ্কারার হাইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করেন পুলিশ সদস্যরা। তিনি বলেন, ঘটনার পরবর্তী অগ্রগতি সম্পর্কে জনসাধারণকে জানানো হবে।
এদিকে লিবিয়ায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটির (জিএনইউ) প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা জানান, বিমানটিতে থাকা জেনারেল হাদ্দাদসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর তিনি পেয়েছেন। প্রধানমন্ত্রী এই ঘটনাকে দেশের জন্য ‘বড় ক্ষতি’ হিসেবে উল্লেখ করে বলেন, লিবিয়া এমন সব মানুষকে হারাল, যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করেছেন।
দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আলোচনার জন্য জেনারেল হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা তুরস্কে ছিলেন।
২০১৯ সালে তুরস্ক লিবিয়ার পূর্বাঞ্চল থেকে আসা বাহিনীর বিরুদ্ধে হস্তক্ষেপ করে ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রক্ষা করে। এরপর থেকে দেশটি লিবিয়ায় ক্রমেই প্রভাবশালী ভূমিকা পালন করছে এবং রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!