জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও বিবৃতির সঙ্গে একমত হয়েছে। কাতারের রাজধানী দোহায় ইসরায়ে়েলের আক্রমণের নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সর্বসম্মতভাবে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও এই বিবৃতির সঙ্গে একমত হয়েছে। খবর আল জাজিরার।
বিবৃতিতে বলা হয়েছে, `পরিষদ সদস্যরা উত্তেজনা প্রশমনের গুরুত্ব তুলে ধরেছে এবং কাতারের প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করেছে।` জরুরি এই বৈঠকের আগে আরেকটি বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার বিষয়টি আলোচিত হয়। হামাসের পাঁচ সদস্য নিহত হয়েছে, কিন্তু সংগঠনটি বলছে, তার নেতৃত্ব অক্ষত রয়েছে। এছাডা, কাতারের একটি নিরাপত্তা বাহিনীর সদস্যও নিহত হয়েছে। এই আক্রমণটি গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়ে দিয়েছে।হামাস নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন চুক্তি নিয়ে আলোচনা করছিলেন, যখন এই আক্রমণ ঘটে। যুক্তরাষ্ট্র, যারা সাধারণত ইসরায়েলকে জাতিসংঘে রক্ষাকারী হিসেবে ভূমিকা পালন করে, সেই ওয়াশিংটনই ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে।
আপনার মতামত লিখুন :