শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

এবার রুশ তেল-গ্যাস নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে রেহাই দিলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৯:১৬ এএম

এবার রুশ তেল-গ্যাস নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে রেহাই দিলেন ট্রাম্প

ওয়াশিংটনে হোয়াইট হাউসে অন্তরঙ্গ বৈঠকের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে রাশিয়া হতে তেল ও গ্যাস আমদানির নিষেধাজ্ঞা থেকে রেহাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৭ নভেম্বর) ট্রাম্পের ঘোষিত এই সিদ্ধান্তের ফলে হাঙ্গেরি রাশিয়া থেকে এসব জ্বালানি কেনা অব্যাহত রাখতে পারবে। খবর এএফপির।
হোয়াইট হাউসের বৈঠকে দুই দেশের নেতারা একেঅন্যকে প্রশংসায় ভাসান। হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা অরবান এ সময় বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারাতে ‘অসাধ্য’ সাধন করতে হবে কিয়েভকে। পাশাপাশি তিনি ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে ইউরোপের দেশগুলোর মধ্যে দূরত্ব কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
অভিবাসী প্রশ্নে অরবানকে সমর্থনের ইঙ্গিত দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, হাঙ্গেরির ইউরোপীয় প্রতিপক্ষদের উচিত তাকে আরও সম্মান দেখানো।
প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এটাই ছিল ভিক্টর অরবানের প্রথম ওয়াশিংটন সফর। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সাজিজারতো এই সফরকে বড় ধরনের সফলতা হিসেবে উল্লেখ করেছেন।
সাজিজারতো সামাজিক যোগাযোগম মাধ্যম এক্সে তার বার্তায় বলেন,‘তেল ও গ্যাস নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ, যা হাঙ্গেরির জ্বালানি নিরপাত্তার জন্য একটি গ্যারান্টি।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও বলেছিলেন, স্থল সীমান্তের দেশ হাঙ্গেরির বিষয়টি তিনি বিবেচনা করবেন, কেননা দেশটি জ্বালানির জন্য পাইপলাইনের ওপর নির্ভরশীল। ট্রাম্প বলেছিলেন, ‘আপনারা জানেন হাঙ্গেরির সমুদ্রসীমা না থাকায় তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়।ছবি : এএফপি  

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!