বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভারতের আকাশসীমা পাকিস্তানি বিমানের জন্য বন্ধ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৫, ০৯:১৭ এএম

ভারতের আকাশসীমা পাকিস্তানি বিমানের জন্য বন্ধ

ভারতীয় সমস্ত বিমানের জন্য পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করার ছয় দিন পর এবার নয়াদিল্লিও পাল্টা পদক্ষেপের ঘোষণা করেছে। পাকিস্তানের সমস্ত বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে আরও বলা হয়, ভারত ও পাকিস্তান উভয় দেশই একে অপরের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার বন্ধ করে দিলো। নয়াদিল্লি বিমান মিশনের প্রতি নোটিশ জারি করেছে। তাতে লেখা আছে-  পাকিস্তানের নিবন্ধিত বিমান এবং পাকিস্তান বিমান সংস্থাগুলি পরিচালিত বা লিজ নেয়া বিমানের জন্য ভারতীয় আকাশসীমা প্রযোজ্য নয়। এর মধ্যে সামরিক বিমানও অন্তর্ভুক্ত। উল্লেখ্য,জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সন্ত্রাসীরা ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে। এ জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। অথচ পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে এর আন্তর্জাতিক তদন্ত দাবি করে আসছে। ইতিমধ্যেই টানাপোড়েনের মধ্যে থাকা দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে। ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা করছে পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তান থেকে আসা বিমানগুলি ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলছিল। কিন্তু ভারতের আনুষ্ঠানিক ঘোষণার পর তাদের বিমানগুলিকে ইচ্ছা করলেও ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। 
 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!