সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:১১ এএম

ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে।
এ পদক্ষেপের পেছনে জুলাই মাসে প্রধানমন্ত্রীর দেওয়া সেই বক্তব্যই বড় ভূমিকা রাখছে, যেখানে তিনি বলেছিলেন সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত না হলে এবং একটি টেকসই শান্তিচুক্তির মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিশ্রæতি না দিলে যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করবে।
ব্রিটেনের এই সিদ্ধান্ত দেশটির পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এতদিন ধরে ধারাবাহিক সরকারগুলো বলেছিল, স্বীকৃতি তখনই দেওয়া উচিত যখন শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তা সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে।
তবে ইসরায়েলি সরকার,জিম্মিদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পূর্বে বলেছিলেন, এ ধরনের পদক্ষেপ “সন্ত্রাসকে পুরস্কৃত করার শামিল।
অন্যদিকে যুক্তরাজ্যের মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদে শান্তি প্রক্রিয়ার আশা টিকিয়ে রাখতে নৈতিক দায়িত্ব থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
সরকারি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ক্ষুধা ও সহিংসতার চিত্র, যা প্রধানমন্ত্রী এর আগেও“অসহনীয়”বলে উল্লেখ করেছিলেন,সেই বাস্তবতাই ব্রিটেনকে এ পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছে। যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা,অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। সেই অনুযায়ী দেশগুলো প্রস্তুতি নিচ্ছে। সূত্র: বিবিসি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!