বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

হামলা আতঙ্কে ভারত-পাকিস্তানে ৫ শতাধিক ফ্লাইট বাতিল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৮:১৫ পিএম

হামলা আতঙ্কে ভারত-পাকিস্তানে ৫ শতাধিক ফ্লাইট বাতিল

বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ এবং ভারতের প্রায় ৩ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে। তাদের হিসেব অনুযায়ী, পাকিস্তনে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।এ ছাড়া অন্য দেশের ফ্লাইটও দুই দেশের আকাশসীমা এড়িয়ে চলছে।  
ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো তাদের যাত্রীদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে জম্মু, শ্রীনগর এবং লাদাখের লেহ বিমানবন্দরসহ বেশ কিছু বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় তারা তাদের নির্ধারিত ফ্লাইটগুলো ১০ মে সকাল পর্যন্ত বাতিল করেছে।
ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, তারা অন্তত ১০টি ইউরোপগামী ফ্লাইট ঘুরিয়ে নিয়েছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’নামের এই অভিযানে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। চলমান তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের জবাব দেওয়া হামলায় ভারতেরও ১৫ জন মারা গেছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!