ডেইলি খবর ডেস্ক: যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলায় থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) জারি করা এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি এখনো খুবই অস্থির। বিশেষ করে সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে আমেরিকানদের খোঁজ করছে এমন আশঙ্কা রয়েছে। খবর এএফপি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা বেড়ে গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,আন্তর্জাতিক বিমান চলাচল আবার শুরু হওয়ায় ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রæত সম্ভব দেশটি ত্যাগ করা উচিত।
সতর্কবার্তায় আরও বলা হয়, ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী রাস্তায় গাড়ি তল্লাশি করছে এবং যাত্রীদের মধ্যে কেউ আমেরিকান কি না বা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো চিহ্ন আছে কি না, তা খুঁজে দেখছে।এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। ছবি : সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :