শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের কঠোর বার্তা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১, ২০২৫, ১০:৪২ পিএম

ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের কঠোর বার্তা

কাশ্মীরের পহেলগামে হামলা এবং তার জেরে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে এতদিন তেমন সাড়া না দিলেও, এসব বিষয়ে এবার কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির।
পাকিস্তান আইএসপিআরের বরাত দিয়ে এআরওয়াই নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার (১ মে) দেশটির সেনাপ্রধান আসিম মুনির ভারতের যেকোনো সামরিক অভিযানের দ্রæত এবং কঠোর জবাব দেয়ার প্রতিশ্রæতি দিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর মঙ্গলা স্ট্রাইক কর্পস পরিচালিত মহড়া ‘হ্যামার স্ট্রাইক’ দেখার জন্য টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জ (টিএফএফআর) পরিদর্শনকালে তিনি বক্তব্য দেন।দেশটির আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে,এই মহড়াটি যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধক্ষেত্রের সমন্বয় এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার কার্যকরী একীকরণ যাচাই করার জন্য ডিজাইন করা হয়েছে।’ 
মহড়া পরিদর্শনকালে জেনারেল আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ও সৈন্যদের উচ্চ মনোবল, যুদ্ধ দক্ষতা এবং যুদ্ধের মনোভাবের প্রশংসা করেন এবং তাদেরকে পাকিস্তান সেনাবাহিনীর আভিযানিক উৎকর্ষতার মূর্ত প্রতীক বলে অভিহিত করেন।এসময় পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতা রক্ষার জন্য দেশের সশস্ত্র বাহিনীর অটল সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি।
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কোনো অস্পষ্টতা থাকা উচিত নয় যে, ভারতের যেকোনো সামরিক অভিযানের জবাব দ্রæত এবং দৃঢ় জবাব দেয়া হবে।যদিও পাকিস্তান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রæতিবদ্ধ,তবু জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমাদের প্রতি ও সংকল্প চূড়ান্ত।পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক নেতৃত্ব, ফর্মেশন কমান্ডার এবং বিভিন্ন বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মহড়া দেখতে উপস্থিত হন। 
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!