শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

মডেল শান্তার বিরুদ্ধে আদালতে কলকাতা পুলিশের অভিযোগ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০১:৪৫ পিএম

মডেল শান্তার বিরুদ্ধে আদালতে কলকাতা পুলিশের অভিযোগ

কলকাতায় অবৈধভাবে থাকার অভিযোগে দুই মাস আগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে কোলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে এই অভিযোগপত্র দিয়েছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। 
সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানিয়েছেন,প্রতারণা, ষড়যন্ত্র, জালিয়োতি, অভিবাসন ও প্লেয়ার্স আইনে অভিযোগ আনা হয়েছে। এদিন শান্তাকে কারাগার  থেকে নিয়ে এসে বিচারক অতনু মন্ডলের এজলাসে হাজির করানো হয়েছিল। পাশাপাশি শান্তাকে ভারতের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি করে দেয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সৌমিক দত্ত ও শেখ মুমতাজউদ্দিনের বিরুদ্ধেও এদিন অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তবে তাদের কারাগার থেকে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল।
বেশ কয়েক বছর ধরে ভারতে থাকছিলেন এই বাংলাদেশি মডেল। গত জুলাই মাসে একটি অভিযোগের সূত্রে দক্ষিণ কলকাতার গলফ গ্রীন থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আগামী ৮ অক্টোবর পর্যন্ত শান্তাসহ তিন জনকেই কারাগারে পাঠানো হয়েছে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!