রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

এবার গাজা দখল স্থগিতের নির্দেশ ইসরায়েলের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:০৬ পিএম

এবার গাজা দখল স্থগিতের নির্দেশ ইসরায়েলের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস।ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে সম্মত হয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের এই সংগঠন।এরপর ট্রাম্প ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে গাজা দখল স্থগিতের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  
গাজা উপত্যকায় সামরিক তৎপরতা কেবল প্রতিরক্ষামূলক অভিযানের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য সেনাবাহিনীকে নতুন নির্দেশনা জারি করেছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্ব গাজা সিটি ‍‍`দখলের‍‍` তৎপরতা থামাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অবিলম্বে বাস্তবায়নে ইসরায়েল প্রস্তুত হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী প্রধান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সাথে রাতভর বৈঠক করেছেন বলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে
গাজা যুদ্ধ বন্ধে গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউস থেকে একটি ২০ দফার পরিকল্পনা ঘোষণা করা হয়। প্রস্তাবে উপত্যকাটিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর, হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি, বিনিময়ে ইসরায়েলে থাকা ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে সরে যাওয়া ও হামাসকে নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে। প্রস্তাবে রাজি হয়ে জিম্মিদের মুক্তির ব্যাপারে প্রতিশ্রæতি দিয়েছে হামাস।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!