পাকিস্তান ভূখন্ডের ছয়টি অঞ্চলে বুধবার রাত ১টার কিছুক্ষণ পর ভারতের সশস্ত্র হামলায় সর্বশেষ অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী।
এ ছাড়া আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন,পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারতের হামলার পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) জেট, একটি ড্রোন এবং ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে।’
তিনি নিশ্চিত করে বলেছেন,অভিযানে অংশ নেওয়া তাদের বিমান বাহিনীর সমস্ত জেট নিরাপদে রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) ধ্বংসপ্রপ্তপ্ত জেটের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফায়াল,রাশিয়ার তৈরি একটি এসইউ৩০-এমকেআই এবং একটি মিগ-২৯ রয়েছে বলেও জানান তিনি।
পাক গণমাধ্যম বলছে,পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার (এলওসি) ধুন্দিয়াল সেক্টরে একটি শত্রু পোস্ট ধ্বংস করেছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার সঙ্গে তীব্র গুলি বিনিময় চলছে পাকিস্তান সেনাবাহিনীর।ভারতের আক্রমণের নিন্দা জানিয়ে পাক সামরিক মুখপাত্র বলেন ‘আমাদের বিমান বাহিনীর সমস্ত বিমান আকাশে উড়ছে। এটি একটি লজ্জাজনক এবং কাপুরুষোচিত আক্রমণ যা ভারতের আকাশসীমার ভেতর থেকে চালানো হয়েছে। তাদের কখনই পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি।আইএসপিআরের ডিজি সতর্ক করে বলেন,আমি স্পষ্টভাবে বলতে চাই, পাকিস্তান তাদের পছন্দমতো সময়ে এবং স্থানে এই আক্রমণের জবাব দেবে। এই উসকানি উত্তরহীন থাকবে না।’ূত্র: জিও নিউজ
আপনার মতামত লিখুন :