শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

এবার ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:৩১ পিএম

এবার ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এরইমধ্যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে অবস্থিত স্বশাসিত দ্বীপ ও জনরাষ্ট্র পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা বেড়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হতে পারে। 
মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। এগুলো মাদক চক্রের ওপর হামলায় ব্যবহার করা হবে। এই চক্রগুলোকে ‘মাদক-জঙ্গি’ হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেছেন, মার্কিনিরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে।তিনি আরও বলেন,ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব,শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে। 
পরিস্থিতি সামরিক সংঘাতের দিকে যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন,ভেনেজুয়েলা সবসময় আলোচনা,সংলাপে আগ্রহী।সম্প্রতি ক্যারিবীয় সাগরে পাঁচটি যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন।   জবাবে ভেনেজুয়েলাও তার উপকূল রেখায় সামরিক জাহাজ ও ড্রোন পাঠিয়েছে। দেশটি তার জলসীমা এবং প্রতিরক্ষা জোরদারের জন্য হাজার হাজার মিলিশিয়া সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।
ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো নিজেই কোকেন পাচার চক্র ‍‍`কার্টেল দে লস সোলেস‍‍` এর নেতৃত্ব দেন। ট্রাম্প প্রশাসন এরইমধ্যে ওই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করেছে।
এর আগে মাদক পাচারের জন্য বিচার আওতায় আনতে মাদুরোকে ধরিয়ে দেওয়া বা এ সংক্রান্ত তথ্যের জন্য অর্থ পুরষ্কার ঘোষণা করে ওয়াশিংটন। সম্প্রতি সেই পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫০ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে। পাল্টা অভিযোগ তুলে মাদুরো প্রশাসন বলছে, ট্রাম্প ভেনিজুয়েলায় সরকারের পতন ঘটাতে চায়। ২০১৩ সালে সমাজতান্ত্রিক নেতা হুগো শাভেজের উত্তরসূরি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন মাদুরো।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!