প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের শাসনাধীন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রয়োজনে ‘পূর্ণ শক্তি’ প্রয়োগেরও অনুমোদন দিয়েছেন তিনি। অভিবাসন আটক কেন্দ্রগুলোকে ঘিরে চলমান বিক্ষোভ দমন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প জানান, তিনি পোর্টল্যান্ড রক্ষায় প্রয়োজনীয় সব সেনা মোতায়েন করতে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন।
তিনি দাবি করেন, এই পদক্ষেপের মাধ্যমে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর যেসব কেন্দ্র অ্যান্টিফা ও অন্যান্য ‘দেশীয় সন্ত্রাসীদের’ হামলার মুখে পড়েছে, সেগুলোকে সুরক্ষিত করা সম্ভব হবে।
ট্রুথ সোশালে দেওয়া পোস্টে ট্রাম্প আরও লেখেন, ‘প্রয়োজনে আমি পূর্ণ শক্তি প্রয়োগেরও অনুমোদন দিচ্ছি।’তবে ট্রাম্পের এই ঘোষণার বিরোধিতা করেছেন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। তাদের মতে, শহরে ফেডারেল সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই।
এদিকে, ওরেগনের গভর্নর টিনা কোটেক বলেছেন,‘পোর্টল্যান্ডে কোনো জাতীয় নিরাপত্তা হুমকি নেই। আমাদের সম্প্রদায়গুলো নিরাপদ এবং শান্ত।’
এক সংবাদ সম্মেলনে কোটেক বলেন, ‘যেকোনো সেনা মোতায়েন হবে ক্ষমতার অপব্যবহার।’ তিনি জানান, কোনো ধরনের প্রতিক্রিয়া প্রয়োজন কিনা তা খতিয়ে দেখার জন্য তিনি ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেইফিল্ডের সঙ্গে সমন্বয় করছেন। কোটেক আরও যোগ করেন, ‘আমাদের যদি সাড়া দিতে হয়, আমরা প্রস্তুত থাকব।’
আপনার মতামত লিখুন :