রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৮

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:১৭ এএম

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ৮

মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ব্রাউন বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এক বন্দুকধারীর হামলায় দুজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছে। হামলার পর থেকে হামলাকারী লুকিয়ে থাকায় কর্তৃপক্ষ স্থানীয় অধিবাসীদের ঘরে অবস্থান করতে বলেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
ঘটনার পর এক সংবাদ সম্মেলনে প্রভিডেন্স, রোড আইল্যান্ড নগরের মেয়র ব্রেট স্মাইলি বলেন,‘আমি এটা নিশ্চিত করে বলতে পারি, আজ বিকেলের ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন এবং আরও আটজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন, তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।’
গুলিবর্ষণের এই ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়টির বারুস ও হোলে ভবনে, যেখানে রয়েছে প্রকৌশল ও পদার্থবিজ্ঞান বিভাগ।কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবর্ষণের সময় ভবনটিতে বেশ কয়েকটি পরীক্ষা নেওয়া হচ্ছিল। আইনপ্রয়োগকারী সংস্থা বলছে, হামলাকারী পুরোপুরি কালো পোশাক পরে হামলা চালায়।
স্থানীয় পুলিশ বিভাগের উপপ্রধান টিমোথি ওহারা বলেন, ‘সন্দেহভাজনকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। সেখানকার বাড়িঘরগুলো ঠিকঠাক আছে এবং আমি লোকজনকে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। দয়া করে বাইরের লোক এই এলাকায় আসবেন না।’কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীকে শেষবার ভবন থেকে পালিয়ে যেতে দেখা গেছে, তবে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।
হামলার পরপর ব্রাউন বিশ্ববিদ্যালয় জুেরি সতর্কতা জারি করে এবং লোকজনকে দরজা বন্ধ করতে, ফোন সাইলেন্ট রাখতে ও নিরাপদ স্থানে লুকিয়ে থাকার জন্য নির্দেশনা দেয়।
এদিকে,এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ঘটনার পর থেকে তৎপর রয়েছে অ্যালকোহল, টোবাকো, অস্ত্র ও বিস্ফোরক ব্যুরো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে বিস্তারিত জানানো হয়েছে।বোস্টনের কাছে প্রভিডেন্স এলাকায় অবস্থিত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ১১ হাজারের মতো শিক্ষার্থী রয়েছে। ছবি : এএফপি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!